দেশে করোনাভাইরাসের প্রকোপ বাড়ার ধারায় দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা পৌঁছে গেছে সাড়ে সাত মাস আগের অবস্থায়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৩০৬৫টি নমুনা পরীক্ষা করে ১৯৭ জন রোগী শনাক্ত হয়েছে, মৃত্যু হয়েছে এক জনের।
তাতে দিনে শনাক্তের হার হয়েছে ৬ দশমিক ৪৩ শতাংশ, আগের দিন যা ৫ দশমিক ৮৩ শতাংশ ছিল।
দিনে শনাক্ত রোগীর এই সংখ্যা ২০২২ সালের ২৪ অক্টোবরের পর সবচেয়ে বেশি। সেদিন ২০৭ জন রোগী শনাক্ত হয়েছিল। এর পর গত সাড়ে সাত মাস দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা দুইশর নিচেই ছিল।
দৈনিক শনাক্ত রোগীর এই সংখ্যা ১০ এর নিচেও থাকছিল বেশ কয়েক মাস ধরে। মে মাসের মাঝামাঝি সময় থেকে তা আবার একটু একটু করে বাড়তে শুরু করে।
নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৯ হাজার ৯১১ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা বেড়ে হয়েছে ২৯ হাজার ৪৫১ জন।
দুই মাসের বেশি সময় পর গত ২ জুন দেশে কোভিডে দুইজনের মৃত্যুর খবর আসে। দুই দিন বাদে আরও দুইজনের মৃত্যুর খবর আসে সোমবার। মঙ্গলবার এল আরও একজনের মৃত্যুর খবর।
পঞ্চাশোর্ধ ওই নারী ছিলেন কুষ্টিয়ার বাসিন্দা। একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।