Sunday, November 24, 2024
Homeঅর্থনীতি-ব্যবসামে মাসের প্রথম ২৯ দিনে ২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে রেমিট্যান্স

মে মাসের প্রথম ২৯ দিনে ২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে রেমিট্যান্স

বিএন রিপোর্ট

চলতি মে মাসের প্রথম ২৯ দিনেই দেশে আসা প্রবাসী আয় রেমিট্যান্সের পরিমাণ ২০০ কোটি ডলার পার করেছে, যা গতবছরের একই সময়ের তুলনায় ৩৮ শতাংশ বেশি।

এনিয়ে টানা দুইমাস ২০০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স বৈধ চ্যানেলের মাধ্যমে পেল বাংলাদেশ। এর আগে গত মাস এপ্রিলে ২০৪ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল দেশের ব্যাংক-চ্যানেলে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, চলতি মে মাসের ১ থেকে ২৯ তারিখ সময়ে রেমিট্যান্স এসেছে ২১৪ কোটি ডলার। গতবছরের মে মাসের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৫৫ কোটি ডলার।

চলতি অর্থবছরের জুলাই থেকে মে মাসের ২৯ তারিখ পর্যন্ত রেমিট্যান্স এসেছে ২ হাজার ১২৬ কোটি ডলার। গত অর্থবছরের একই সময় শেষে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ৯২৭ কোটি ডলার। অর্থাৎ, রেমিট্যান্সের প্রবৃদ্ধি হয়েছে ১০.৩ শতাংশ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments